ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মোঃ ইসমাইল হোসেন,১৩ মার্চ : কুমিল্লা মেঘনা উপজেলায় রামপুর বাজারে আজ পাঁচটি স্বর্ণের দোকানে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রেখা জুয়েলার্সের মালিক শ্রী গোবিন্দ চন্দ্র দেব নাথ, পাপড়ি অলংকার নিকেতনের মালিক প্রাণতোষ দেবনাথ, স্বপ্না স্বর্ণ শিল্পালয়ের মালিক গোপাল দেবনাথ,অন্তু জুয়েলার্সয়ে মালিক গুপি দেবনাথ বলেন,সকালে বাজারের দোকানে এসে সাটার খোলা দেখে পাহাড়াদারের কাছে জানতে পারেন দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতেরা রাত ১টার দিকে পাহারাদারকে ৩০ জনের মতো ডাকাত পাহারাদারকে বেধে দোকানগুলিতে ডাকাাতি করে ২ঘন্টার মতো। বাজারের ফার্নিচারের দোকানদার শাহ আলম জেলা সেচ্ছাসেবকলীগের নেতা ফোনে জানতে পারেন বাজারে ডাকাতি হচ্ছে। তিনি ফোনে মেঘনা থানার অফিসার ইনচার্জ এ কে এম সামছুদ্দিনকে জানান। তিনি সাথে ঘটনার স্থলে পুলিশ পাঠিয়ে এবং নিজে ঘটনার স্থল পরিদর্শন করেন। ঘটনার স্থল মেঘনার নির্বাহী অফিসার শাহিন আক্তার সুমী পরিদর্শন করেন। ঘটনার স্থলে কুমিল্লার পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন পরিদর্শন করেন। মেঘনা উপজেলার চেয়ারম্যান আঃ সালাম পুলিশ সুপারের সাথে ছিলেন। পুলিশ ডাকাতিটি রহস্যজনক বলে মন্তব্য করেন। ডাকাতরা বোমা নিক্ষেপ না করে,গুলি না ছুড়ে নিরাপদে ঘটনার স্থল ত্যাগ করাকে রহস্যজনক বলে মনে করেন। ঘটনাটি কুমিল্লা পুলিশ মোঃ শাহ আবিদ হোসেন রহস্য উদঘাটনে সক্ষম হবে বলে সাংবাদিকদের জানান। ডাকাতির ঘটনাটা বড়কান্দার চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম সকালে মেঘনা থানার অফিসার ইনচার্জ থেকে শোনতে পান। ডাকাতির ঘটনায় কে বা কাহারা বাজরে গুজব ছড়িয়েছে,ডাকাতরা পুলিশের ড্রেস পড়ে এসেছে। পাহারাদারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে রহস্য জানান জন্য। মেঘনা থানার ডাকাতির ঘটনাটি রামপুর বাজারে শাহ আলমমের মোবাইল ফোনে জানতে পারেন মেঘনা থানার অফিসার ইনচার্জ সামছুদ্দিন। সাথে সাথে তিনি ঘটনার স্থলে ছুটে যান। মোঃ রফিকুল ইসলাম বলেন,ডাকাতির ঘটনাটি জেনে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদের প্রতিরোধ তিনি ঘটনার স্থলে ছুটে আছেন। এসে দেখেন ৩০জনের মতো ডাকাত বড় একটি স্পিটবোটে নদী পথে চলে যাচ্ছে।