মেঘনায় সরকারী অনুমতি ছাড়া ফেসবুকে বহু পত্রিকার ছড়াছড়ি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,১২ মার্চ : কুমিল্লা মেঘনা উপজেলা নেতাদের ছত্রছায়ায় চলে, বহু পত্রিকা সরকারী অনুমোদনের তোয়াক্কা করে না। মেঘনা নিউজ (www.meghnanews.info) মোঃ জাকির হোসেন সরকারী অনুমোদন নিয়ে চালাচ্ছে । পাশাপাশি সোনাকান্দা গ্রামের বেকার যুবক আরিফুল ইসলাম প্রবাসী কিছু লোকজন থেকে টাকা নিয়ে পাশাপাশি মেঘনা নিউজ নামে একটি পত্রিকা চালাচ্ছে যা ইচ্ছে তা লিখে, সরকার বিরোধী কাজকর্ম নীরবে চালিয়ে যাচ্ছে এর ছত্রছায়ায়। মোবাইলে কথা হয় আরিফুল ইসলামের সাথে। সে বলে আমার সাথে আছে বিভিন্ন নেতারা, সরকারী অনুমতির কি দরকার। মোঃ জাকির হোসেন জিটিভির একজন ভিডিও এডিটর। মোঃ আরিফুল ইসলাম বেকার যুবকের পিছনে কি খুটি তা বুঝা গেল না। কেউ কেউ বলছে সে নিসিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সাথে জড়িত। মোঃ জাকির হোসেন বলেন, সরকারী অনুমতি পেয়ে পত্রিকা চালাচ্ছি। ভূয়া কেউ এ নামে পত্রিকা চালাতে পারে না। এখানকার মানুষের অভিযোগ ”বিছু বাহিনী নামে” একটি সংগঠন বহু মেয়েদেরকে ব্লাক মেলিং করেছে। এখানকার ছেলে/মেয়েরা এই সংগঠনের কাছে জিম্মি।