বাল্যবিবাহ নিরোধ আইনে রাষ্ট্রপতির সম্মতি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১১ মার্চ : বিশেষ প্রেক্ষাপটে ১৮ বছরের কম পুরুষ ও নারীর বিবাহ সম্পন্ন করার বিধান রেখে জাতীয় সংসদে পাস হওয়া আলোচিত বাল্যবিবাহ নিরোধ আইনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। আজ শনিবার এই বিলটি ছাড়াও সংসদে পাস হওয়া ব্যাটালিয়ান আনসার (সংশোধন) বিল-২০১৭ এবং বাংলাদেশ উন্নয়ন গবেভষা কাউন্সিল বিল-২০১৭ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি।

দুই বছরের কারাদন্ড ও একলাখ টাকার দন্ডের বিধানসহ ‘বিশেষ প্রেক্ষাপটে’ শর্তসাপেক্ষ অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ের বিধান রেখে গত ২২ ফেব্রুয়ারি ‘বাল্যবিবাহ নিরোধ পাস করে জাতীয় সংসদ। তবে এজন্য আদালতের নির্দেশ এবং মাতা-পিতা বা অভিবাবকের সম্মতিক্রমে বিধি মোতাবেক বিয়ে অনুষ্ঠানের শর্ত জুড়ে দেয়া হয়েছে।

আজ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ সংসদীয় কমিটির সংশোধিত আকারে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কন্ঠভোটে পাস হয়।

নতুন প্রণীত এ আইনে, অপ্রাপ্তবয়স্ক কোন নারী বা পুরুষ বাল্যবিয়ে করলে এক মাসের আটকাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় ধরনের শাস্তিযোগ্য হবে।