ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বিনোদন প্রতিনিধি,১১ মার্চ : বছর ঘুরে আবার এসে গেছে হোলি উৎসব। বলিউডের তারকারা বেশ ঘটা করেই পালন করেন এ দিনটি। নিজেদেরকে নানা রঙ্গে রঙিন করে বেশ আনন্দেই উদযাপন করা হয়। তবে এ বছর বচ্চন পরিবারে হোলি অনুষ্ঠিত হবে না।
পরিবারের পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা অসুস্থ। তাই এবার হোলি উৎসবে রঙ খেলবেন না বচ্চন পরিবার। শুধু পূজার আয়োজন চলছে। প্রতি বছর বচ্চন পরিবার হোলি উৎসবের অন্যতম আয়োজক থাকলেও এবার বচ্চন পরিবারকে পাচ্ছে না বলিউড।
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই। দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়ছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে তাকে। টাইমস অব ইন্ডিয়া।