ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,টাঙ্গাইল প্রতিনিধি,১১ মার্চ : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা কয়েকগুন বাড়ানো হচ্ছে। তিনি গতকাল টাঙ্গাইলে এক সমাবেশে এ কথা জানান। মন্ত্রী বলেন, ইউপি চেয়ারম্যানদের ভাতা তিন হাজার ছয়শ থেকে বেড়ে হচ্ছে ২৫ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে সাড়ে ১২ হাজার এবং পরিষদেও নিজস্ব আয় থেকে পাবেন আরও সাড়ে ১২ হাজার টাকা। এ ছাড়াও ইউপি সদস্যরা দেড় হাজার টাকার পরিবর্তে পাবেন ১৫ হাজার টাকা। যার মধ্যে সরকার দেবে সাত হাজার, আর ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে আট হাজার টাকা।