গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে মামলা একদিনের রিমান্ডে বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আদালত প্রতিনিধি,০৭ মার্চ : গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল আল মাসুদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোহেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ জানুয়ারি রমনা থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোহেলকে মুক্তি দেয়া হয়। মুক্তির পরপরই কারাগার চত্বর থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

হাবিব-উন-নবী খান সোহেলের আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কারাগার থেকে মুক্তি দেয়ার পর সোহেলকে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ফের তুলে নিয়ে যাওয়া হয়।