মেঘনা উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৪২ লাখ ৯ হাজার ৮০৮ টাকা আত্মসাৎ ॥ দুদকে মামলা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,০৬ মার্চ : কুমিল্লা মেঘনা উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৪২ লাখ ৯ হাজার ৮০৮ টাকা আত্মসাৎ। মেঘনার উপজেলা নির্বাহী অফিসার  শাহিন আক্তার সুমী মেঘনা উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্প তদন্ত করতে গেলে এই তথ্য প্রকাশ হয়ে পড়ে।  মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষনখোলা গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মোঃ সাইফুল ইসলাম টিটিু ছিলেন  মেঘনা উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী। প্রকল্পের ৪২ লাখ ৯ হাজার ৮০৮ টাকা আত্মসাৎ করে মোঃ সাইফুল ইসলাম টিটিু পালিয়ে যায়। এখন দায়িত্ব নিয়েছেন হোমনা উপজেলার সমন্বয়কারী টিটু চন্দ্র দেবনাথ। এই ব্যাপারে দুদকে একটি মামলা হয়েছে। তাহার পিতা আঃ রাজ্জক সরকারী টাকা ফেরত দেয়ার জন্য মেঘনার নির্বাহী অফিসারের কাছে সময় চেয়ে স্বপরিবারে গ্রাম চেয়ে পালিয়ে যায়। গ্রামবাসী বলছে,আঃ রাজ্জক তাহার ছোট ভাই এডভোকেট মোঃ জালালের কুমিল্লা বাসাতে আত্মগোপনে আছে। তাহার পিতা আঃ রাজ্জক মোবাইলে বলছে,বর্তমানে তাহার ছেলের কাছে এই প্রকল্পের ৩২ লাখ ১৬ হাজার ৮৫১ টাকা হস্তমজুদ আছে। এই কারনে তাহার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতির দমন আইনে মামলা করা হয়। প্রকল্পের টাকা আত্মসাৎ করে সে ফেসবুকসহ নানা পত্রিকায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে শেষ রক্ষা হল না।