মেঘনা উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৪২ লাখ টাকা লুটপাট

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,০৫ জানুয়ারী : কুমিল্লা মেঘনা উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৪২ লাখ টাকা আত্মসাৎ। এই টাকা উদ্ধার করতে গিয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আক্তার সুমী পড়েছেন নানা যন্ত্রনায়।  মেঘনা উপজেলায় নানা ক্রাইমে ভর্তি,  সেই ক্রাইম সরাতে গেলে উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী নানা প্রতিকুল অবস্থায় পার হতে হয়। মেঘনা উপজেলা রাধানগর ইউনিয়নের লক্ষনখোলা গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মোঃ সাইফুল ইসলাম টিটিু ছিলেন এই প্রকল্পের সমন্বয়কারী। অফিসে কম্পিউটার অপারেটর,অন্যান্য কর্মচারী থাকা সত্তেও আঃ রাজ্জাকের ছেলে মোঃ সাইফুল ইসলাম টিটিু ছিল অফিসের সব। একদিন মিটিংয়ে উপজেলা নির্বাহী অফিসারের কানে এলো সব। তিনি খোজ নিয়ে দেখেন,  মোঃ সাইফুল ইসলাম টিটিু অফিসের ৪২ লাখ টাকা আত্মসাৎ করেছে। তিনি সরকারী টাকার জন্য ফেরত দিতে চাপ দিলেন মোঃ সাইফুল ইসলাম টিটিুকে। টাকা দিতে ব্যর্থ হয়  মোঃ সাইফুল ইসলাম টিটিু । তাহার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হল। গ্রেফতারী পরোয়ানা জারি হলো। চোরের মার বড় গলা। চুরি চুরি আবার সিনা জুরি। হুমকি ধামকি দিতে থাকলো,বিভিন্ন পত্র পত্রিকায়। নানা ভাবে চলতে থাকলো মিথ্যার ফুলঝুরি। চাকরী চলে গেল  মোঃ সাইফুল ইসলাম টিটরু। কিন্তু মোঃ সাইফুল ইসলাম টিটিু ফেসবুক ও অন্যান্যা মাধ্যমে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। কয়েক দিন পর অডিড আসার কথা,তখন সব খোজ খবর বেরিয়ে আসবে।