১৪/০৮/২০১৬
সুইজারল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি ট্রেনের যাত্রীদের ওপর ছুরি দিয়ে হামলা চালিয়েছে এক যুবক। এতে ৬ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৩ আগস্ট) দুপুরে সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেনের সলেতে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
প্রাথমিকভাবে হামলার কারণ জানা যায়নি। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে হামলাকারী যুবক সুইজারল্যান্ডের নাগরিক।
পুলিশ আরও জানায়, হামলার আগে ওই যুবক যুবক ট্রেনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।
আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।