আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ইসলাম  প্রতিনিধি,রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১ :

পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর আগমনের ক্ষণ গণনা চলছে। আজ রবিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে বাংলাদেশ সরকারের জাতীয় চাঁদ দেখা কমিটি। এ দিন দেশে ১৪৪৬ হিজরি সনের ২৯ রমজান। তাই সন্ধ্যা থেকে ঈদের নতুন চাঁদ দেখার তথ্য চেয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানাবে জাতীয় কমিটি। আর রবিবার চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর।

Advertisement

এই চাঁদ দেখা গেলেই মুসলমানদের এক মাসের সিয়াম সাধনা শেষে হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে আরও একদিন রোজা রাখার সুযোগ পাবেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। সেই হিসেবে ঈদ হবে মঙ্গলবার।

সৌদি আরবে ঈদ আজ

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ রবিবার (৩০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। গতকাল শনিবার মক্কার সময় সন্ধ্যার পর এক বিবৃতিতে সৌদির সুপ্রিমকোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন এবং রবিবারকে আনুষ্ঠানিকভাবে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছে।

Advertisement

অস্ট্রেলিয়ায় ঈদ কাল

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত জানিয়েছে। কাউন্সিল চাঁদ দেখা সংক্রান্ত বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে এ সিদ্ধান্ত জানায়।

কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে। তবে তা আকাশে দেখা যাবে রবিবার (৩০ মার্চ)। এ কারণে ৩০ দিন রোজা পূর্ণ করে সোমবার ঈদ পালন করা হবে। এই পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেশ কয়েকটি ফতোয়া পরিষদ অনুসরণ করে থাকে।

ইন্দোনেশিয়ায় ঈদ কাল

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। দেশটিতে গতকাল রমজানের ২৯তম দিন ছিল। কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম অন্তরা নিউজ ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

তারা বলেছে, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের ১ তারিখ পড়বে সোমবার, ৩১ মার্চ। শনিবার ধর্ম মন্ত্রণালয়ে ইসবাতের (চাঁদ দেখা কমিটি) বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে।