ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার ২৯ মার্চ ২০২৫ || চৈত্র ১৬ ১৪৩১ :
প্রবল ভূমিকম্পে শুক্রবার (২৮ মার্চ) হঠাৎ কেঁপে ওঠে মিয়ানমার, থাইল্যান্ডসহ দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। কম্পন অনুভূত হয় বাংলাদেশেও। এই দুর্যোগে মিয়ানমার ও থাইল্যান্ডে ইতোমধ্যে নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। মার্কিন সংস্থা আশঙ্খা প্রকাশ করেছে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।
Advertisement
Advertisement
এর মধ্যে বেশিরভাগ কম্পনই বড় ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টার মধ্যে ঘটেছে। এগুলোর মাত্রা ছিল ৩-৫ এর মধ্যে। তবে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৬.৭, এটি ভয়াবহ ভূমিকম্পের প্রায় ১০ মিনিট পরে আঘাত হেনেছে।এছাড়া ৪.৯ এবং ৬.৭ মাত্রার দুইটি কম্পন মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ২০ মাইল দূরে ঘটেছে, যাতে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য কম্পনগুলো ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়ে একটি রেখা তৈরি করেছে।
Advertisement
সংস্থাটি আরও জানিয়েছে, মিয়ানমারে ভূমিকম্প মোট নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এছাড়া আর্থিক, পরিবেশগত এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্খা করছে ইউএসজিএস।