রিং পরানো হয়েছে তামিমের, আছেন সিসিইউতে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ক্রীড়া  প্রতিনিধি,সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১ :

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের হার্টে একটি ব্লক ধরা পড়েছে। ইতোমধ্যে তার এনজিওগ্রাম করে হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তাকে হাসাপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন হাসপাতালে থাকা ম্যাচ রেফারি দেবব্রত পাল।

Advertisement

 

তিনি বলেন, ‘‘তামিম ইকবালের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে একটা ব্লক ধরা পড়েছে এবং রিং পরানো হয়েছে। আপাতত সিসিইউতে রাখা হয়েছে। ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকবে। তার অবস্থা আপাতত আগের থেকে কিছুটা স্ট্যাবল।’’

Advertisement

আজ সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল বুকে ব্যাথা অনুভব করেন। অবস্থার অবনতি হলে তাকে নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে ভর্তি করা হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি হার্টের ইসিজিও করানো হয়। তখন একটু হালকা সমস্যা দেখা যায়।

Advertisement

 

চিকিৎসা শেষে আবার বিকেএসপিতে ফেরার পথে তার আবার ব্যথা শুরু হয়। সে কারণে দ্বিতীয়বার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় তার ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এরপর এনজিওগ্রাম করে দেখা যায় তার হার্টে একটি ব্লক রয়েছে। সেটিতে রিং পরানো হয়। বর্তমানে তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।