ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,শনিবার ২২ মার্চ ২০২৫ || চৈত্র ৯ ১৪৩১ :
২০১৮ সালে একদল সাধারণ শিক্ষার্থীদের সফল কোটা সংস্কার আন্দোলন মাধ্যমে গঠিত হয় গণ অধিকার পরিষদ, আর এই আন্দোলন এর নেতৃত্বে ছিলেন ভিপি নুরুল হক নুর, গণ অধিকার পরিষদ দিন দিন কুমিল্লার মেঘনা উপজেলা নিরবে এগিয়ে যাচ্ছে, তাদের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম এর মাধ্যমে মেঘনা উপজেলা মানুষের নিকট জনপ্রিয় হয়ে উঠছে… কিছুদিন পুর্বে তারা মেঘনা উপজেলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সমাবেশ করে নদী তীরবর্তী মানুষের পাশে দাঁড়িয়েছে.. মেঘনা রাস্তা ঘাটের বেহাল অবস্থা নিয়ে ও মেঘনা উপজেলা প্রশাসনকে চাপে রাখছে.. স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর অন্যান্য দলের নেতা কর্মীরা যেখানে চাঁদাবাজি ও টেন্ডারবাজি তে ব্যস্ত,গণ অধিকার পরিষদ এর কারো নামে অভিযোগ এখন ও পাওয়া যায় নি..
Advertisement
এই প্রসঙ্গে মেঘনা উপজেলা সেননগর গ্রামের সন্তান গণ অধিকার পরিষদ এর অঙ্গ সংগঠন
বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, গণ অধিকার পরিষদ উদীয়মান তরুনদের মাধ্যমে গঠিত একটি রাজনৈতিক দল, যারা বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনার সরকার কর্তৃক সংঘটিত প্রত্যেকটি অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং স্বৈরাচার পতন ঘটিয়েছেন, গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ মেঘনা উপজেলা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ও মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে, মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ সুশৃন্খল একটি রাজনৈতিক দল, এই দলের কেউ চাঁদাবাজি টেন্ডারবাজি করে না .. সবাই নিজ নিজ পকেট এর টাকা খরচ করে রাজনীতি করেন… এইখানে কোথাও গ্রুপিং নেই…
ছাত্র অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার সভাপতি
আমির ইসলাম রহিম বলেন আমরা রাজনৈতিক দল ছোট হতে পারি কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ একটাই মেঘনা তথা দেশের মানুষের সুবিধা অসুবিধা সবার পাশে থাকতে চাই,
Advertisement
আমরা মেঘনা মানুষের পাশে চাই মেঘনার মানুষের সুবিধা অসুবিধা পাশে পাবে।
গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে এ দেশের ছাত্র আন্দোলন ও গণ-আন্দোলন বিশেষ করে ভাষা আন্দোলনের মতো আন্দোলনে তরুণেরাই নেতৃত্বে ছিলো। কারণ, তরুণেরা ছিলো নির্লোভ-নির্ভয় দেশপ্রেমিক। তারুণ্যের শক্তিকে খ্রিষ্টপূর্ব যুগে চীনে কনফুসিয়াস আর গ্রিসে দার্শনিক সক্রেটিস ঠিকই বুঝতে পেরেছিলেন। তারা তরুণদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার পথ দেখাতে চেয়েছিলেন। বুঝেছিলেন, তারুণ্যের শক্তি ছাড়া সুস্থ জীবন আর রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
তাই মেঘনাবাসীকে বলবো আমরা তরুণ আমাদের পাশে দাঁড়ান আমাদের সহযোগিতা করুন আমরা আপনাদের পরামর্শ চাই ইনশাআল্লাহ আমরা সুন্দর একটি মেঘনা উপহার দিবো আপনাদের।
Advertisement
গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলা আহব্বায়ক মোখলেছুর রহমান বলেন গত কয়েক বছর ধরে মেঘনা উপজেলা অবৈধভাবে বালু উত্তোলন করে মেঘনা নদী তীরবর্তী গ্রামগুলো হুমকির মুখে ফেলেছে কিছু অসাধু চক্র, একমাত্র রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ এর প্রতিবাদ করেছেন.. এবং বালু উত্তোলন বন্ধ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল, এখন বালু উত্তোলন বন্ধ আছে, অথচ মেঘনা রাজনৈতিক দল গুলো এই বিষয়ে নীরব ভূমিকা পালন করেছে, গণ অধিকার পরিষদ সবসময় এই দেশের মানুষের পাশে আছেন এবং থাকবেন…
আগামী নির্বাচনে নিয়ে প্রশ্ন করা হলে, যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা উত্তর সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ সারা দেশের ন্যায় মেঘনা হোমনা আসনে ও প্রার্থী থাকবে… ইনশাআল্লাহ আশা করি মেঘনা উপজেলা জনগণ গণ অধিকার পরিষদ এর ট্রাক মার্কায় ভোট দিয়ে গণ অধিকার পরিষদ কে মেঘনা উপজেলা উন্নয়ন অংশীদারীত্বের সুযোগ দিবেন