ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নরসিংদীর রায়পুরা প্রতিনিধি,শুক্রবার ২১ মার্চ ২০২৫ || চৈত্র ৮ ১৪৩১ :
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের টেঁটাযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
Advertisement
শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুরে সালাম ও সামসু মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমিন মিয়া (২০) ও বাশার (৩০)। তবে, তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও সামসু গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে, গত রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
শুক্রবার ভোরে উভয়পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে দুজন মারা গেছেন। আহত হয়েছেন পাঁচজন।
Advertisement
এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘‘সালাম ও সামসু মেম্বার লোকজনের মধ্যে টেঁটাযুদ্ধে দুজন মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’’
ফাইল ফটো