মেঘনায় প্রতারণার নতুন কৌশল, পুলিশের পরিচয়ে বিকাশে টাকা দাবি

SHARE

(পুলিশের নামে ভূয়া ফোনের প্রতি চিহ্ন)

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মো. ইব্রাহীম খলিল মোল্লা মেঘনা থেকে, বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১ :

কুমিল্লা মেঘনা উপজেলায় প্রতারণার নতুন কৌশল অবলম্বন করেছে একটি চক্র। তারা পুলিশের পরিচয়ে অভিভাবকদের ফোন দিয়ে জানাচ্ছে যে তাদের সন্তান মাদকের মামলায় আটক হয়েছে এবং মুক্তির জন্য বিকাশে টাকা পাঠাতে হবে।

Advertisement

গতকাল  (১৯ মার্চ)) রাত ১১টা ১০ মিনিটে মেঘনার এক বাসিন্দা এমনই এক ফোনকল পান। অজ্ঞাত এক ব্যক্তি তাকে ০১৮৫৮২৬৭৫১১ নাম্বার থেকে কল করে বলে, “আমি পুলিশ থানা থেকে বলছি। আপনার ছেলে তার বন্ধুদের সঙ্গে আটক হয়েছে। যদিও তার কাছ থেকে মাদক পাওয়া যায়নি, তবে সে তাদের সঙ্গে ছিল। ছাত্র মানুষ, তাই বিকাশে টাকা পাঠালে তাকে ছেড়ে দেওয়া হবে।”

Advertisement

অভিভাবক তখন তার সন্তানের সঙ্গে সরাসরি কথা বলতে চান। প্রতারক চক্র ফোন একজনকে দিয়ে দেয়, যে কান্নার সুরে বলে, “আব্বু, আমাকে বাঁচাও।” কিন্তু কণ্ঠ শুনেই অভিভাবক বুঝতে পারেন এটি তার সন্তান নয়। তখন তিনি বলেন, “আমি এক মিনিট পর কল দিচ্ছি।” এ কথা শোনার পর প্রতারকরা হুমকি দেয়, “কাউকে জানালে আপনার সন্তানের ক্ষতি হবে।”
তবে অভিভাবক বিচলিত না হয়ে দ্রুত ছেলের নাম্বারে কল দেন এবং দেখেন তার সন্তান ঘরে সুস্থভাবেই আছে। তখন তিনি নিশ্চিত হন যে এটি একটি প্রতারণার ফাঁদ।

Advertisement

এ ধরনের প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে। অপরিচিত নাম্বার থেকে এ ধরনের ফোন পেলে প্রথমেই যাচাই করুন। ভয়ে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে টাকা পাঠাবেন না। প্রয়োজনে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিন।
সচেতন থাকুন, নিরাপদ থাকুন!

(পুলিশের নামে ভূয়া ফোনের প্রতি চিহ্ন)