যশোরে দলবদ্ধ ধর্ষণ, ছাত্রদলের ২ নেতাসহ গ্রেপ্তার ৪ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),যশোর ঝিকরগাছা প্রতিনিধি,সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১ : 

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

 

রবিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৩টায় উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে ওই তরুণীকে ধর্ষণ করা হয়।

ধর্ষণের শিকার ওই তরুণী ৯৯৯ কল দিলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার ও মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় চার যুবককে গ্রেপ্তার করেন।

Advertisement

 

গ্রেপ্তাররা হলেন, পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), একই গ্রামের জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি (২১) ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)। গ্রেপ্তারকৃতদের মধ্যে মামুন হোসেন বাপ্পি গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসির আরাফাত দপ্তর সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

 

মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের ওই তরুণ বেনাপোল খালার বাড়ি থেকে বাসযোগে ফেরার পথে দুপুরে গদখালী বাজারে ফুল কিনতে নামে।

 

সেখানে গদখালী বাজারের ফুলের দোকানদার আমিনুর রহমানের দোকানে গেলে চার যুবকের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে ওই তরুণীকে গদখালী এলাকায় ফুল বাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনের লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। ধর্ষণের ঘটনায় ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি বাবলুর রহমান খান।

ধর্ষণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চার যুবক