ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর গুলশান প্রতিনিধি,রোববার ১৬ মার্চ ২০২৫ || চৈত্র ৩ ১৪৩১ :
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় রংপুরে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী লিপি খান ভরসাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
রোববার (১৬ মার্চ) রাজধানীর গুলশান-২ এর একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরআগে শনিবার দুপুর থেকে গুলশান থানা ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ ওই বাড়ি ঘিরে রাখে। কিন্তু কেউ দরজা না খোলায় ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে দরজা ভেঙ্গে গ্রেফতার করা হয় লিপি খানকে।
Advertisement
ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামীসহ বাস করছিলেন তিনি।
লিপিখান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনের করা হত্যাচেষ্টা মামলার ১৭৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
Advertisement
এর আগে বৃহস্পতিবার লিপি খানের ম্যানেজার পলাশ হাসান বাদি হয়ে ওই মামলা থেকে লিপি খানের নাম বাদ দেয়ার জন্য আওয়ামী লীগের ব্যবসায়ী অমিত বণিক কর্তৃক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের নামে ১০ লাখ চাঁদাদিাবির মামলা করেন। ওই মামলায় অমিত বণিককেও গ্রেফতার করে পুলিশ। পুলিশ কর্মকর্তা শিবলীকে রংপুর মেট্রোপলিটন থেকে প্রত্যাহার করে সদর দফতরে নেয়া হয়।
(লিপি খান ভরসা গ্রেফতার)