ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মেঘনা (কুমিল্লা) থেকে মো. ইব্রাহীম খলিল মোল্লা, শনিবার ১৫ মার্চ ২০২৫ || চৈত্র ১ ১৪৩১ :
কুমিল্লার মেঘনা উপজেলায় সামাজিক সংগঠন ‘আমরা মেঘনাবাসি’-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আব্দুল্লার মোড় সংলগ্ন উৎসব রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের এডমিন অ্যাডভোকেট আবির হাসান সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান।
Advertisement
এছাড়া উপদেষ্টা মো. জহিরুল ইসলাম, সিনিয়র এডমিন মো. আমজাদ হোসেন, হোমনা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, এডমিন আলম শাহ অয়ন, মো. জাকির হোসেন, আজাদ আবুল কালাম, ইমরান সজিব ও বেলাল হোসেন রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা এতে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সংগঠনের নেতারা ‘আমরা মেঘনাবাসি সামাজিক সংগঠন’-এর মানবিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। বক্তারা জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। কেউ বাসস্থানহীন হলে তাকে ঘর নির্মাণ করে দেয়া, কারও চিকিৎসার প্রয়োজন হলে সহায়তা প্রদান এবং অসচ্ছল ব্যক্তিকে চিকিৎসা ব্যয় নির্বাহে মাসিক আর্থিক সহায়তা দেয়ার মতো মানবিক কাজ অব্যাহত রেখেছে সংগঠনটি।
সংগঠনটি তাদের ১৭ দফা কর্মসূচির মধ্যে ইতিমধ্যে ৩ বার বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনা, মেঘনায় রত্নগর্ভা “মা” নির্বাচন ও সম্মাননা প্রদান, ৩ বার মেঘনাবাসি প্রিমিয়ার লীগ আয়োজন, মাদক বিরোধী সাইকেল র্যালী, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, করোনা ক্রাইসিস ফান্ড গঠন, বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচিসহ বহু মানবিক ও সামাজিক কাজ করেছে।
Advertisement
আজকের ইফতার ও আলোচনা সভায় সংগঠনের স্বেচ্ছাসেবক থেকে শুরু করে এডমিন ও উপদেষ্টামণ্ডলী সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।