সুদের পাওনা টাকা তুলে দেয়ার আশ্বাসে নারীর সাথে অনৈতিক সম্পর্ক (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকার ধামরাই প্রতিনিধি,বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১ :

ঢাকার ধামরাইয়ে সুদে দেয়া পাওনা টাকা তুলে দেয়ার আশ্বাস দিয়ে ধামরাই থানার এএসআই শামীম মিয়া এক নারীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন বলে অভিযোগ পাওয়া উঠেছে। এএসআই শামীম মিয়া তার ভাড়া বাসার ব্যক্তিগত রুমে ওই নারীকে পাওয়া যায়।

Advertisement

গত সোমবার দুপুরের দিকে ধামরাই থানার পিছনে মডেল টাউনের ভিতরে সৌরভ সোহেলের বাড়ির নিচতলার রুমে এই ঘটনা ঘটে।
এ এসআই শামীম মিয়া ওই বাড়ির নিচতলার বাড়াটিয়া এবং ধামরাই থানায় এ এসআই হিসেবে কর্মরত আছেন। ভাড়া বাড়ির ওই রুমে শামীম একাই থাকেন।
ওই নারী রুমে ঢোকার পরই রুমের দরজা ভিতর থেকে আটকিয়ে দেন এ এসআই শামীম। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে বাইরে থেকে ডাকাডাকি করলেও এএসআই শামীম দরজা খুলতে বিলম্ব করেন। প্রায় আধা ঘণ্টা পর দরজা খুললে দেখা যায় রুমে শুধু এ এসআই শামীম এবং ওই নারী। শামীম লুঙ্গি পরা খালি গায়ে এবং ওই নারী কাগজ হাতে খাটের উপর বসে আসে। এ এসআই শামীম মাত্রই গোছল করেছেন, দরজা খুলে ভিজা শরীর মুছছিলেন তিনি।

Advertisement

পরিচয় জানতে চাইলে ওই নারী বলেন, ‘আমি অভিযোগ দিতে স্যারের কাছে আসছিলাম। আমি ১০ লাখ টাকা পাই আমার এলাকার কয়েক জনের কাছে। সেই টাকা ওঠানোর জন্যই স্যারের কাছে অভিযোগ দিতে আসছি। স্যারকে ফোন দেয়ার পর থানায় আসতে বলে পরে থানা থেকে তিনি আমাকে বাসায় নিয়ে আসেন।’
ভিতর থেকে এত সময় দরজা বন্ধ থাকার কারণ জানতে চাইলে ওই নারী কোনো উত্তর দিতে পারেননি।
ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে এএসআই শামীম ঘটনার কথা স্বীকার করে সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন। টাকা না নেয়ায় ওই সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি করার হুমকি দেন এএসআই।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগেও ধামরাই থানায় কর্মরত ছিলেন এএসআই শামীম মিয়া। নতুন করে কিছুদিন আগে বদলি হয়ে আবারও ধামরাই থানায় আসেন।

Advertisement

থানার আশপাশের লোকজন জানান, এই এএসআই এর চরিত্রে সমস্যা আছে।
ধামরাই থানার এএসআই শামীম মিয়া, ছবি: প্রতিনিধি