ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,বুধবার ১২ মার্চ ২০২৫ || ফাল্গুন ২৭ ১৪৩১ :
রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যার ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার কথিত ভাবী রুপা বেগম ওরফে জান্নাত ও ভাতিজা নাজিম হোসেন।
Advertisement
বুধবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় পৃথকভাবে তাদের জবানবন্দি রেকর্ড করেন।
Advertisement
সিএমএম আদালতে উত্তরখান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক বখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর থেকে রুপা বেগম ও নাজিম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ১০ মার্চ সকালে রাজধানীর উত্তরখান থানাধীন পুরানপাড়ার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রতিবেশীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
সাইফুর রহমান ভূঁইয়া খুনের ঘটনায় তার ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ১১ মার্চ মামলা করেন।