ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), গাজীপুরের টঙ্গী প্রতিনিধি,রোববার ০২ মার্চ ২০২৫ || ফাল্গুন ১৭ ১৪৩১ :
গাজীপুরের টঙ্গীতে মাদক ও সন্ত্রাসীবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ৬০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে টাকা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মাদকদ্রব্য।
Advertisement
শনিবার (১ মার্চ) বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, প্রকাশ্যেই চলে এখানে মাদকের কারবার। সকাল থেকে রাত পর্যন্ত পরিবহন শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার পুরুষের পাশাপাশি নারীরাও আসেন এখানে মাদক সেবনে।
শনিবার বিকেলে একে একে যৌথ বাহিনীর গাড়ি এসে টঙ্গীর মাজার বস্তির পুরো এলাকা ঘিরে ফেলে। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক সেবনের সময় যে যেভাবে পেরেছেন পোশাক, স্যান্ডেল, টাকা রেখে পালিয়ে যান, যার প্রমাণ মিলে ঘরে অবস্থা দেখে।
Advertisement
এ সময় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আটক করা হয় প্রায় অর্ধশত মাদকাসক্ত ব্যক্তিসহ মাদক কারবারিকে।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকল্পে এ অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজ এ অভিযানটি পরিচালনা করি। এ ছাড়া রমজানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের শঙ্কার পাশাপাশি মাদক ব্যবসা ও বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিরাও বস্তিতে আত্মগোপনে ছিলেন বলে জানান তিনি।
Advertisement
গাজীপুরের ৩৩টি বস্তির মধ্যে ১৭টিই এই টঙ্গী এলাকায়, যার বেশিরভাগেই বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড চলার অভিযোগ রয়েছে।
