দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রবিবার

SHARE

চট্টগ্রামের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ।

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি, শনিবার   ০১ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ১৭ ১৪৩১ 

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মা‌সের চাঁদ দেখা গে‌ছে। রবিবার থে‌কে শুরু হ‌চ্ছে রমজানের প্রথম রোজা। ২৭ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

Advertisement

 

শ‌নিবার (১ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনু‌ষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শে‌ষে এ ঘোষণা দেন কমিটির সভাপ‌তি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তি‌নি দেশবাসী‌কে মা‌হে রমজা‌নের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ‌যথাযথ মর্যাদায় সিয়াম সাধনার আহ্বান জানান।

Advertisement

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মা‌সের চাঁদ দেখা যাওয়ায় শ‌নিবার রা‌তে এশার নামা‌জের পর তারা‌বিহ শুরু হ‌বে। আর রোজা রাখতে শেষ রাতে খেতে হবে সাহরি।

Advertisement

এক‌দিন আগে চাঁদ দেখা যাওয়ায় সৌ‌দি আর‌বসহ মধ‌্যপ্রাচ্যে শ‌নিবার থে‌কে রোজা রাখা শুরু ক‌রে‌ছেন।

চট্টগ্রামের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ।