‘হায়রে, পাগল ভক্ত!’(ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১৪ ১৪৩১ :

প্রিয় তারকাদের নিয়ে ভক্তদের পাগলামির শেষ নেই। অনেক সময় ভক্তদের মনও রক্ষা করতে হয় তাদের। এবার দেশের জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ এক ভক্তের অনুরোধ রাখলেন।

Advertisement

 

ফারুক আহমেদ অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নাটক নির্দেশনার কাজও করছেন। এবারের বইমেলায় তার বই প্রকাশিত হয়েছে। স্বাভাবিকভাবে মেলায় ভক্তদের অটোগ্রাফ দিতে হয় তাকে। বইমেলায় অটোগ্রাফের জন্য এক ভক্ত তার গায়ের শার্ট খুলে দেন। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।

ফেসবুকে একটি রিলস প্রকাশ করেছেন ফারুক আহমেদ। তাতে তিনি লিখেন, “ছেলেটি আমার অটোগ্রাফ নেয়ার জন্য বইমেলায় তার গায়ের টি-শার্ট খুলে তাতে অটোগ্রাফ দিতে বলে। হায়রে! পাগল ভক্ত!”

Advertisement

 

চব্বিশের বইমেলায় প্রকাশ হয়েছে ফারুক আহমেদের দুটি বই। একটি ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ ও অপরটি ‘ভাঙা চশমা’। প্রয়াত হুমায়ূন আহমেদকে এখনো যে মিস করেন তিনি, সেটি তার লেখা এ বই থেকে সহজে অনুমেয়।

Advertisement

 

 

এবারের বইমেলায় ফারুক আহমেদের লেখা ‘আমার না বলা কথা’ শিরোনামের বই প্রকাশিত হয়েছে। বইটি কিংবদন্তি পাবলিকেশনের ৭৫, ৭৬, ৭৭ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে।

জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ