জার্মানির শপিং মলে হামলায় ৯ম মরদেহ ঘিরে রহস্য!

SHARE

suspevt-bg20160723043356ঢাকা: জার্মানির মিউনিখে শপিং মলে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মিউনিখ পুলিশ। তবে এদের মধ্যে নবম মরদেহ ঘিরে রহস্য তৈরি হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার ঠিক আগে অলিম্পিয়া-আইনকফজেনট্রাম শপিং মল এলাকায় গুলির ঘটনা ঘটে। যে ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এরপর মিউনিখ পুলিশ ও জার্মানির বিশেষ পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে।

হামলার ঘটনায় প্রাথমিক ১ জনের প্রাণহানির ঘটনার জানানো হলেও দ্রুত তা ৩ জনে পৌঁছায়। এরপর ৮ জন নিহতের খবর নিশ্চিত করতে না করতেই তা ৯ জনের কথা বলে মিউনিখ পুলিশ। কারণ নবম মরদেহটি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে সন্ধানের কথা জানানো হয়।

এরপরই ওই মরদেহ নিয়ে রহস্যের সৃষ্টি হয়। কারণ, ধারণা করা হচ্ছে মরদেহটি কোনো হামলাকারীর। যদিও বিষয়টি পরীক্ষায় রোবট পাঠানোর কথা জানিয়েছে মিউনিখ পুলিশ।

এদিকে হামলায় অন্তত ৩ জন বন্দুকধারী জড়িত বলে ধারণা করছে পুলিশ। যদিও ঘটনার পর থেকে অব্যাহত অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি মিউনিখ পুলিশ।