ধানমন্ডি ৩২ নম্বরে মিলল হাড়গোড়, ল্যাব টেস্ট করবে সিআইডি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ধানমন্ডি  প্রতিনিধি,সোমবার   ১০ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৭ ১৪৩১ :

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবর রহমানের ভাঙ্গা বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখা হবে বলেও জানানো হয়েছে।

Advertisement

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, “৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে।”

Advertisement

এর আগে সকাল ৯ টায় ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবর রহমানের ভাঙ্গা বাড়িতে যায় সিআইডি ক্রাইমের সিনের একটি দল যায়।

 

এর আগে গতকাল আয়নাঘর’ বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পর সেখানে কিছু পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

সোমবার সকালে ধানমন্ডি-৩২ নম্বরে যায় সিআইডির ক্রাইম সিনের একটি দল