মুজিবের বাড়ি ভাঙা উচিত হয়নি’ বলায় ধানমন্ডিতে নারীকে হে’ন’স্থা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,শুক্রবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৪ ১৪৩১ :

 

শেখ হাসিনার বাড়ি ভাঙা ঠিক হয়নি – সেই কথাটা বলতেই বাংলাদেশে মারধর করা হল এক মহিলাকে। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি যখন গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন ওই মহিলা নাকি আক্ষেপ প্রকাশ করতে থাকেন। তাতেই চটে গিয়ে ‘স্বৈরাচারী’ হাসিনাকে উৎখাত করা লোকজন ওই মহিলাকে শারীরিকভাবে হেনস্থা করতে থাকেন। টানা হয় চুলের মুঠি ধরে। ছোড়া হয় ইট-পাটকেল আবার ‘ইদ মোবারক’ স্লোগান মুখরিত হয়ে উঠতে দেখা গিয়েছে ধানমন্ডি ৩২-তে।

আর যে ধানমন্ডি ৩২-কে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটছে, সেখানে বুধবার থেকে তাণ্ডবলীলা চালাচ্ছে ‘স্বৈরাচারী’ হাসিনার বিরোধীরা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর চালানো হয়। ধরিয়ে দেওয়া হয় আগুন। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বাড়ি। ঐতিহাসিক বাড়িটিকে পুরোপুরি ধসিয়ে দেওয়া হয়েছে। স্রেফ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি।

তারইমধ্যে আজ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির কাছে এক মহিলা হাজির হন। বাংলাদেশের সংবাদমাধ্যম কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিট (বাংলাদেশের সময় অনুযায়ী) নাগাদ ওই মহিলা এসে বাড়ি ভাঙা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তাতেই চটে যান লোকজন। ‘স্বৈরাচারের দালাল’ এবং ‘আওয়ামী লিগের দালাল’ বলে আক্রমণ করা হয়।

 

ভয়ংকর পরিণত হতে পারত মহিলার

সেখানেই ক্ষান্ত হননি ‘স্বৈরাচারের দালাল’-বিরোধী লোকজন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে যে কয়েকজন ওই মহিলাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও অনেকেই তাঁর দিকে ধেয়ে আসতে থাকেন। মহিলাকে তাক করে ইট, পাটকেল, ধুলো ছোড়া হয়। কোনওটা তাঁর মাথায় লাগে। কোনওটা আছড়ে পড়ে ঘাড়ে। আবার পিছন দিক থেকে একজন এসে চুলের মুঠি ধরে টান দেন। রাস্তায় পড়ে যান মহিলা। সেইসময় কয়েকজন লাথি মারার চেষ্টা করেন। যাঁরা মহিলাকে ঘিরে রেখেছিলেন, তাঁদের তৎপরতায় ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পান। পরে তাঁকে কোনওক্রমে বের করে নিয়ে আসা হয়।

 

‘দেশ গড়ার কথা ছিল, দেশ ভেঙেই চলেছে’

তারইমধ্যে বাংলাদেশের সংবাদমাধ্যম যমুনা টিভির পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে যে জয়োচ্ছ্বাসের ধ্বনি হিসেবে ধানমন্ডি ৩২-তে ‘ইদ মোবারক’ স্লোগান দেওয়া হচ্ছে। হাতে বাংলাদেশের পতাকাও দেখা গিয়েছে। সেই ভিডিয়ো দেখে এক বাংলাদেশি ক্ষোভপ্রকাশ করে বলেছেন, ‘শেখ হাসিনা চলে গিয়েছেন। কিন্তু স্বৈরাচারের আচরণ রেখে গিয়েছেন এসব সমন্বয়কদের মধ্যে।’ অপর এক বাংলাদেশি নেটিজেন বলেন, ‘কথা ছিল দেশ গড়বে। ছয় মাস ধরে দেশ ভাঙাই শেষ হয়নি।’