ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ধানমন্ডি প্রতিনিধি, বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫ || মাঘ ২৩ ১৪৩১ :
ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার মধ্যেই উৎসুক জনতার ভিড়ে এক নারীকে গণপিটুনি দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদেরকে গণপিটুনি দিয়ে তাড়িয়ে দেয়া হয়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ধানমন্ডি-৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙার সময় এক নারী বার বার আপা আপা বলছিলেন, আর বাড়ি ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, ‘আপার বাড়ি ভাঙতেছে।’ এর পরেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই নারীর ওপর চড়াও হন। ভিড়ের মধ্যে থেকে ইট ও বালি ছুড়তে থাকেন তার দিকে। কয়েকজন তাকে রক্ষা করে সেখান থেকে বের করে দেন।
Advertisement
এর আগে বৃহস্পতিবার সকালের দিকে আবারও শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙা হয়। সকাল ৯টা ৫০ মিনিটের পরে আবারও এক্সেভেটর চালু করা হয় ভবনটি ভাঙতে। পরে সাড়ে ১০টার দিকে এক্সেভেটর দিয়ে ভাঙা বন্ধ হয় এবং সেটি নিয়ে যাওয়া হয়। তবে এরপরও মানুষকে হাতুড়ি, শাবল দিয়ে ভাঙতে দেখা গেছে।
এই সময় ধানমন্ডির ৩২ নম্বরের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের দেখা যায়নি।
Advertisement
সকাল ৯টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে সরেজমিনে দেখা গেছে, দলে দলে মানুষ গিয়ে সেখানে ভিড় করছেন। ওই সময় মানুষকে হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করতে দেখা যায়। ভেতরে একটি ভবন থেকে মানুষকে বই নিয়ে যেতে দেখা যায়। বেশির ভাগ বই হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বাংলাসহ বিভিন্ন ভাষার অনুবাদ। এছাড়া শেখ মুজিবুর ও তার পরিবারকে নিয়ে লেখা বিভিন্ন বইও রয়েছে। কাউকে কাউকে কাটার দিয়ে রড, স্টিলের জিনিসপত্র কাটতে দেখা গেছে।
ধানমন্ডি ৩২ নম্বরে নারীকে গণপিটুনি। ছবি: সংগৃহীত