‘ট্যানারি গুদামের ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না’ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর হাজারীবাগ প্রতিনিধি, শুক্রবার   ১৭ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৩ ১৪৩১ :

প্রায় ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ১১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগা গোডাউনের ভবনটি অনেক পুরোনো হওয়ার পাশাপাশি সেখানে আগুন নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল না।

Advertisement

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ১১টি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ভবনটিতে বেশিরভাগই দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি।

Advertisement

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, পুরাতন বিল্ডিং হওয়ায় আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। এছাড়া ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল না। যদিও একাধিকবার ভবনটিকে অগ্নি-ঝুঁকিপূর্ণ ঘোষণা করে চিঠিও দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটি জানা যায়নি।

Advertisement

শুক্রবার দুপুর ২টার দিকে হাজারীবাগের ওই ট্যানারি গোডাউনে আগুন লাগে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। পরবর্তীতে একটি ইউনিট ফেরত যায়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজে সহায়তায় সেনাবাহিনী ছাড়াও ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। সবশেষ ৩ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)