ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), রাজধানীর ধানমণ্ডির আই হাসপাতাল প্রতিনিধি,বুধবার ১৫ জানুয়ারি ২০২৫ || মাঘ ২ ১৪৩১ :
বাম চোখের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এক শিশুকে। কিন্তু ডান চোখ অস্ত্রোপচার করেন চিকিৎসক। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির আই হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনরা বিষয়টি জানালে আবার রোগীর বাম চোখে অস্ত্রপচার করা হয়।
Advertisement
জানা যায়, দেড় বছরের ওই শিশুকে গতকাল বিকেলে ধানমণ্ডির আই হাসপাতালে নিয়ে যান স্বজনরা। তার বাম চোখে ময়লা জাতীয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরে অ্যানেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে নেওয়া হয় অস্ত্রোপচার কক্ষে। অস্ত্রোপচারের পর পরিবারের সদস্যরা দেখতে পান, ওই শিশুর বাম চোখের পরিবর্তে অস্ত্রোপচার হয়েছে ডান চোখে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।
Advertisement
ভুক্তভোগী শিশুর চাচা মাহফুজ নাফি বলেন, ‘আমার ভাতিজার বাম চোখে সমস্যা ছিল। কিন্তু চিকিৎসক তার ডান চোখে অপারেশন করেছেন। এটা চিকিৎসক বুঝতে পারেননি। পরে আমরাই চিকিৎসককে জানাই, “শিশুটির ভুল চিকিৎসা হয়েছে। অপারেশন হওয়ার কথা বাম চোখে।” তখন চিকিৎসক বলেন, ‘‘ও মাই গড, সরি।” তিনি শিশুকে আবার ওটিতে নিয়ে যান, এরপর বাম চোখে অপারেশন করেন।’
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ‘ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। অপরাধী যেই হোক না কেন অভিযোগ পেলে কোনো ছাড় দেওয়া হবে না।’
Advertisement
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী শিশু (বামে) ও অভিযুক্ত ডাক্তার। ছবি: সংগৃহীত