শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫ || মাঘ ১ ১৪৩১:
প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে স্ত্রী ও ছেলেসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক এ মামলায় করেন সংস্থাটির খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহম্মদ।
Advertisement
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এরমধ্যে শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকা এবং জাহাঙ্গীর কবির নানক ও তার পরিবারের বিরুদ্ধে ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।
Advertisement
মামলার আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও ছেলে তানভীর আহমেদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং কন্যা এস আমরীন রাখি। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর দুটি ধারা ছাড়াও দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
Advertisement