থানা থেকে ছিনিয়ে নেয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মুন্সিগঞ্জের শ্রীনগর প্রতিনিধি,রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১:

মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয়া সেই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম দেউলভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) আজাদ রহমান।

Advertisement

গ্রেপ্তার ওই নেতার নাম তরিকুল ইসলাম। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার দেউলভোগ গ্রামের আবদুল মান্না ব্যাপারীর ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যে বাধা দেয়ার অভিযোগে আজ সন্ধ্যায় প্রাথমিক সদস্যপদসহ তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পরিদর্শক (তদন্ত) আজাদ রহমান বলেন, গতকাল শুক্রবার আসামি তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেয়ার পর তরিকুলসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। পরে শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশ ও থানা সূত্রে জানা যায়, মারামারির ঘটনায় গত ১৯ নভেম্বর থানায় একটি মামলা হয়। মামলার এজাহারভুক্ত আসামি তরিকুল। গতকাল সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানাহাজতে রাখে। তখন তরিকুলকে ছাড়িয়ে নিতে প্রথমে থানায় আসেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা তরিকুলকে ছেড়ে দিতে পুলিশকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন, কিন্তু পুলিশ রাজি হয়নি।

জানা যায়, এর আগে শুক্রবার রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ নেতা-কর্মী থানা প্রাঙ্গণে জড়ো হন। সেখানে তারা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। রাত ১০টার দিকে ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগান দিয়ে জোর করে ওসি ও সার্কেল এসপির সামনে থেকে আসামি তরিকুলকে ছিনিয়ে নিয়ে যান। পরে থানাহাজত থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় আজ বেলা দেড়টার দিকে থানায় একটি মামলা হয়েছে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ৩১ জনের নাম উল্লেখসহ ২০১ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক। এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি কর্তব্যে অবহেলার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে মুন্সিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

Advertisement

এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় করা মামলায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসির দায়িত্বে অবহেলা ছিল। তাই তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তরিকুল ইসলাম।