ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),উত্তরা পূর্ব থানা প্রতিনিধি,শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ || পৌষ ২৬ ১৪৩১ :
হত্যা মামলায় গ্রেফতার উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম থানা থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযোগে এক এএসআইকে বরখাস্ত করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই কৌশলে পালিয়ে যান তিনি। তাকে পুনরায় গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে একজন এএসআইকে বরখাস্ত করা হয়েছে। ওই এএসআইয়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, তাকে ধরতে একাধিক টিম কাজ করছে।
Advertisement
ডিএমপির উপকমিশনার (ডিসি) পদমর্যাদার একজন কর্মকর্তা জানান, গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেফতার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। সেখান থেকে ঢাকা আনা হয় রাত ১২টার দিকে।
জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগ দেন তিনি।
Advertisement
ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় তাকে আসামি করা হয়।
উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। ছবি: সংগৃহীত