অধ্যক্ষ মামুনুর রশিদ, ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বগুড়া প্রতিনিধি,বৃহস্পতিবার ০৯ জানুয়ারি ২০২৫ || পৌষ ২৫ ১৪৩১:
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় মহাস্হান মাহী সওয়ার ডিগ্রী কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট পূর্ব পাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
Advertisement
সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুর মহানগর পুলিশের সহায়তায় টঙ্গী থানার চেরাগ আলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরখাস্তকৃত এই অধ্যক্ষের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অন্তত ৫টি মামলা চলমান রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মহাস্হান ডিগ্রী কলেজের অর্ধকোটি টাকা দুর্নীতির মামলা আদালতে চলমান রয়েছে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এলোপাতাড়ি গুলি চালিয়ে ও ককটেল হামলার ঘটনায় আহত শিক্ষার্থী মেহেদী হাসান বগুড়া সদর থানায় গত ২৩ নভেম্বর মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক অধ্যক্ষ মামুনুর রশিদ ১৫৬নং এজাহারনামীয় আসামি ছিলেন।
Advertisement
খোঁজ নিয়ে জানা গেছে, বরখাস্তকৃত এই অধ্যক্ষ জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাইদ মাহমুদ আল স্বপনের আত্মীয় হওয়ার প্রভাবে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এছাড়াও বগুড়া-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর প্রভাবে ফ্যাসিস্ট কায়দায় মহাস্হান ডিগ্রী কলেজে নানা প্রভাব বিস্তার করে অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তাছাড়া হাসিনা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের একদফা আন্দোলনের বিরোধীতা করে শিক্ষার্থীদের নানা হুমকি-ধামকিও প্রদান করেন। হাসিনার পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসন অধ্যক্ষ মামুনুর রশিদকে বরখাস্ত করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ঘটনায় হাফ ডজন মামলা আছে।