শাহরুখের স্ত্রী কি ধর্মান্তরিত হলেন, ভাইরাল ছবির সত্যতা কতটা? (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১ :

১৯৮৪ সালে এক বন্ধুর বাড়িতে প্রথম দেখা শাহরুখ খান ও গৌরির। তখন শাহরুখের বয়স ২৫। প্রথম দেখাতেই গৌরির প্রেমে পড়েন তিনি। শাহরুখ মুসলিম আর গৌরি হিন্দু ধর্মের অনুসারী।

Advertisement

দুজন দুই ধর্মের হওয়ায় অনেক সংগ্রাম করতে হয়েছে শাহরুখ-গৌরিকে। সব সংকট কাটিয়ে ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তারা। বিয়ে করলেও শাহরুখ-গৌরি কেউই ধর্মান্তরিত হননি। এ কথা একাধিকবার জানিয়েছেন এই দম্পতি। বিবাহিত জীবনের ৩৩ বছর পার করেছেন তারা। কয়েক দিন ধরে খবর রটেছে, বিয়ের ৩ দশক পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গৌরি।

মূলত, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি স্থিরচিত্রকে কেন্দ্র করে গৌরি খানের ইসলাম ধর্ম গ্রহণের খবর ছড়িয়েছে। তার একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবা ঘরের সামনে গৌরি খানকে জড়িয়ে ধরে দাঁড়ানো শাহরুখ খান। তাদের পরনে ইহরামের পোশাক। অন্য একটি ছবিতে একই লোকেশনে তোলা। মুখোমুখি দাঁড়িয়ে শাহরুখ, গৌরি ও তাদের বড় ছেলে আরিয়ান খান।

Advertisement

এসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পাশাপাশি দাবি করা হচ্ছে, নতুন বছরের প্রথম দিনে মক্কায় গিয়ে ধর্মান্তরিত হয়েছেন গৌরি খান। কিন্তু সত্যি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গৌরি? অন্তর্জালে ভাইরাল ছবিগুলোরই সত্যতা কী? এ নিয়ে দোলাচলে রয়েছেন শাহরুখ-গৌরি ভক্তরা।

গোলকধাঁধায় ঘুরপাক খাওয়ার পর এই খবর ও ছবির পেছনের গল্প জানা গেছে। প্রথমত, বিয়ের ৩৩ বছর পর গৌরি খানের ইসলাম ধর্ম গ্রহণের খবরটি সত্য নয়। দ্বিতীয়ত, যে ছবিগুলো ভাইরাল হয়েছে, এগুলো আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

Advertisement

এর আগেও একটি গোষ্ঠী এমন কাণ্ড ঘটিয়েছে। ভারতীয় একঝাঁক তারকার ডিপফেক ভিডিও তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছিল। রাশমিকা মান্দানা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপও নিয়েছিলেন। তবে শাহরুখ-গৌরি এখনো বিষয়টি নিয়ে নীরবতা পালন করছেন।

ভাইরাল ছবিতে স্ত্রী-পুত্রের সঙ্গে শাহরুখ খান