ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পুকুরে মাইক্রোবাস, নিহত ৫

SHARE

ফরিদপুরের মুনসিবাজার এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় খাদে পড়া মাইক্রোবাস উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় উৎসুক জনতার ভিড় করে।

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ফরিদপুরের সদর প্রতিনিধি,মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১ :

ফরিদপুরের সদর উপজেলার মুনসিবাজার এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৪ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লেভেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি বড় হায়েস মাইক্রোবাসে করে ১০-১১ জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিং এ কোনো গেটম্যান নেই।

Advertisement

ফরিদপুর ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মাইক্রোবাসটি একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন এসে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী মাইক্রোবাসটি পাশের একটি পুকুরে পড়ে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে তাদের মধ্যে মারা যান আরো দুইজন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরো জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

Advertisement