খালেদা জিয়াকে এয়ারপোর্ট থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেয়া হবে : ডা. জাহিদ (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজনীতি প্রতিনিধি,সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১ :

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন তিনি। পরে সেখান থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেয়া।

Advertisement

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। যা আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা এয়ারপোর্টে আসার কথা রয়েছে।

ডা. জাহিদ বলেন, লন্ডনে চিকিৎসা শেষে পরবর্তী চিকিৎসা কি হবে তা জানা যাবে। খালেদা জিয়ার করোনা পরবর্তী অনেক শারীরিক জটিলতা আছে। তাই আরও উন্নত  চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে।

Advertisement

তিনি জানান, লন্ডন বিমান বন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ড. জোয়াবেদা রহমান এবং লন্ডন বিএনপির ২ জন নেতা। আর ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে ছয়জন চিকিৎসকের পাশাপাশি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান যাবেন।

তিনি আরও বলেন, লন্ডন ক্লিনিক নামে একটি হাসপাতালে ম্যাডামকে ভর্তি করানো হবে এবং চিকিৎসা চলবে। এই হাসপাতালে ম্যাডামের পরীক্ষা-নিরীক্ষা হবে। তাদের পরামর্শে ম্যাডামের চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Advertisement

তিনি জানান, আল্লাহ চাইলে এবং সুস্থ থাকলে ফেরার সময় ওমরা করতে পারেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়া তার শারীরিক সুস্থতার জন্য দেশবাসী বিভিন্ন সময় দোয়া করেছেন, সে জন্য তিনি সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। আগামীতে যাতে চিকিৎসা নিয়ে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন তার জন্য ম্যাডাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনিও দেশবাসীর জন্য দোয়া করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন । ছবি : সংগৃহীত