স্ত্রী রোজার সঙ্গে তাহসান, তসলিমা নাসরিন
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),তসলিমা নাসরিন,সোমবার ০৬ জানুয়ারি ২০২৫ || পৌষ ২২ ১৪৩১ :
হঠাৎ বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। তার স্ত্রীর নাম রোজা আহমেদ। পেশায় মেকআপ আর্টিস্ট। এ খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন তাহসান-রোজা ও মিথিলা। নেটিজেনদের অনেকের দাবি— “বিয়ে করে জিতেছেন তাহসান খান।”
Advertisement
বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন ভারতে বসবাস করলেও তাহসানের বিয়ে নিয়ে যে আলোচনা চলছে, তা তার দৃষ্টিগ্রাহ্য হয়েছে। “তাহসানের জিতে যাওয়ার ব্যাপারটা”— মানতে নারাজ তিনি। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ‘লজ্জা’খ্যাত এই লেখক।
স্ট্যাটাসের শুরুতে তসলিমা নাসরিন বলেন, “ফেসবুক ছেয়ে গেছে ‘তাহসান জিতেছে তাহসান জিতেছে’ রবে। কেন তাহসান জিতেছে, বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে। এর মধ্যে জেতাজেতির কী হলো! হেটারোসেক্সুয়ালদের বিপরীত লিঙ্গে আকর্ষণ থাকে, তারা জীবনের কোনো এক সময় পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে, লিভ-ইন করে বা তাকে বিয়ে করে। এটা তো স্বাভাবিক। তাহলে জিতল কেন তাহসান?”