ডিবি পুলিশ সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রনালয় প্রতিনিধি,সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১ :

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল  জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করবে না। তাদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

Advertisement

সোমবার (৬ জানুয়ারি) দুপুরের ডিবি কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আয়নাঘর বলতে ডিবিতে কোনো কিছু থাকবে না। এখানে কোনো ভাতের হোটেলে থাকবে না।”

Advertisement

তিনি বলেন, “আইনের বাইরে তারা কোনো কাজ করবে না। আইনের বাইরে যদি আমিও কোনো কাজ করতে আদেশ দেই তারা যেন তা না করে।”

এসআই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, “আমি যদি কোনো দুর্নীতি করি, তাহলে আপনারা প্রকাশ করে দেন। আমার কোনো আপত্তি নেই।”

Advertisement

ভারতের গণমাধ্যমে অপপ্রচার কমে গেছে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রকাশ করায় ইন্ডিয়ান মিডিয়ার অপপ্রচার অনেক কমে গেছে। গণমাধ্যম সত্য প্রকাশ করলে আমাদেরও সুবিধা হয়। এ কারণে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য গণমাধ্যমকে অনুরোধ করছি। প্রকৃত ঘটনা সঠিকভাবে তুলে ধরলে কেউই দেশের বিরুদ্ধে অপপ্রচার করে কিছু করতে পারবে না।”

সোমবার ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা