https://youtu.be/fP4624pGhLs?si=q5op_6fV_UBK_HZn
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার ০৪ জানুয়ারি ২০২৫ || পৌষ ২০ ১৪৩১ :
ইয়েমেনে মৃত্যু দণ্ড পাওয়া কেরালার নার্স নিমিশা প্রিয়াকে বাঁচাতে ভারত সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। খবর গালফ নিউজ
Advertisement
শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে জয়সওয়ার বলেন, ‘নিমিশার বিষয়ে আমরা গভীরভাবে লক্ষ্য রাখছি। সরকার এ বিষয়ে সম্ভব্য সকল ধরনের সহযোগিতা করবে। কীভাবে তাকে ছাড়িয়ে আনা যায় আমরা সে বিষয়ে চেষ্টা করে যাচ্ছি।’
গত কয়েক বছর আগে নিমিশা ইয়েমেনে নার্সের দায়িত্ব পালন করেছিলেন। সেখানে তিনি একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন।
Advertisement
অর্থনৈতিক কারণে ২০২৪ সালে তার স্বামী এক মেয়ে ভারতে ফিরে আসলেও তিনি সেখানে থেকে যান। ওই বছর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হলে নতুন করে ভিসা না দেয়ার কারণে সে দেশ আসতে পারেনি।
পরের বছর ২০২৫ সালে নিমিশা এবং তার সহকর্মী মাহদি ইয়েমেনের রাজধানী সানাকে একটি বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করে। এক পর্যায়ে ক্লিনিকের মালিকানা হাতিয়ে নেয় মাহদি। অভিযোগ রয়েছে এক পর্যায়ে নিমিশার পাসপোর্টও কেড়ে নেন মাহদি। একাধিক বার পুলিশের দ্বারস্থ হলেও লাভ হয়নি।
Advertisement
এ ঘটনাকে কেন্দ্র করে ২০১৭ সালের ২৫ জুলাই মাহদিকে ঘুমের ইঞ্জেকশন দেন ওই নার্স। নিমিশার দাবি, মাহদিকে ঘুম পাড়িয়ে নিজের পাসপোর্ট পুনরুদ্ধার করাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু ওভারডোজ়ের কারণে মৃত্যু হয় মাহদির। এরপর আরেক জনের সাহায্য নিয়ে মাহদির দেহ টুকরো টুকরো করে কেটে পানির ট্যাঙ্কে ফেলে দেন তিনি। ইয়েমেন থেকে পালানোর সময় ধরা পড়ে যান। ২০১৮ সালে তাকে দোষী সাব্যস্ত করে ইয়েমেনের আদালত। মেয়েকে বাচানোর সব রকম চেষ্টা করেন নিমিশার মা প্রেমা কুমারী। কিন্তু গত বছর নিমিশার সাজা মকুবের শেষ আবেদনও খারিজ করে দেয় ইয়েমেনের সুপ্রিম কোর্ট।
নিমিশা প্রিয়া, ছবি: সংগৃহীত