ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার ০৪ জানুয়ারি ২০২৫ || পৌষ ২০ ১৪৩১ :
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছে।
Advertisement
বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন এই অভিনেতা। সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক আর ফারহানের মামা আব্দুল্লাহ মামুন। তিনি জানান, ফারহানের ভাইরাল ফিভার হয়েছে। বাড়তি সতর্কতার জন্য আইসিইউতে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে।
অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানায়, রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার। নাটকের প্রোডাকশন টিম দ্রুত ৫-৬টি কম্বল দিয়ে তার শীত নিবৃত করা যাচ্ছিল না। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
Advertisement
হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
মুশফিক আর ফারহান। ছবি: সংগৃহীত