ছবি: সংগৃহীত
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার ০৪ জানুয়ারি ২০২৫ || পৌষ ২০ ১৪৩১ :
নতুন বছরের শুরুতে মায়ের কাছে টাকা চেয়ে পাননি এক যুবক। তারপর তিনি যা ঘটালেন তা মানুষকে আতঙ্কিত ও বিষ্মত করেছে। সে এক ভয়াবহ দৃশ্য, বিদ্যুতের খুঁটি বেয়ে উঠে ঝুলন্ত তারের ওপর ওই ব্যক্তি শুয়ে পড়লেন। সে সময় আশেপাশে কোথাও কোনো মনোযোগ দেননি তিনি। কিন্তু তাকে দেখে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে পড়েন। ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের মান্যায়ম জেলায় গত সপ্তাহের মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’ হয়েছে।
Advertisement
স্থানীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, পথচারীরা প্রথমে ওই ব্যক্তিকে বিদ্যুতের খুঁটি বেয়ে ওপরে উঠতে দেখেন। এবং তারা ওই ব্যক্তিকে নেমে আসার জন্য অনুরোধ করেন। তা সত্ত্বেও ওই ব্যক্তি খুঁটির একেবারে শীর্ষে ওঠে তারপর কিছুক্ষণ বসে থাকেন। এক পর্যায়ে বিদ্যুতের তারের ওপর শুয়ে পড়েন।
গণমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তি বিদ্যুতের খুঁটি বেয়ে ওপরে ওঠার সময় মাতাল ছিলেন। এর ফলে তারের ওপর শুয়ে পড়ার পর নড়াচড়াও করছিলেন না।
Advertisement
পরিস্থিতি দেখে ওই ব্যক্তির জীবন বাঁচাতে স্থানীয় বাসিন্দারা দ্রুত লাইনে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।বিদ্যুৎ সঞ্চালন চালু থাকলে হয়তো ওই ব্যক্তির ভাগ্যে ভয়ংকর দুর্ঘটনা ঘটে যেত। তবে সে রকম কিছু ঘটেনি। উদ্বেগ–উৎকণ্ঠার সঙ্গে কিছু সময় অপেক্ষার পর ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।
উল্লেখ্য, ওই ব্যক্তির নাম কে ভেনকান্না। তিনি নতুন বছরের শুরুতে মায়ের কাছে কিছু টাকা চেয়েছিলেন। তবে তার মায়ের ধারণা ছিলো ছেলেকে টাকা দিলে মাদক কিনবে। এজন্য কোনো টাকা দিতে রাজি হননি। এরপরে রেগে ওই ব্যক্তি বৈদ্যুতিক খুঁটি বেয়ে উঠে তারের ওপর শুয়ে পড়েন।
Advertisement
পুলিশ জানিয়েছে, অনেক অনুরোধ করার পর ভেনকান্না নিচে নেমে এসেছেন। ওই ঘটনায় পুলিশ মামলা করেছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।
সূত্র: গালফ নিউজ