ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আবহাওয়া প্রতিনিধি,শনিবার ০৪ জানুয়ারি ২০২৫ || পৌষ ২০ ১৪৩১ :
রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রংপুর বিভাগের জেলার সংখ্যা ৮। তাই সব মিলিয়ে শুক্রবার (৩ জানুয়ারি) ১৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।
Advertisement
সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ বলে ধরা হয়। কেবল শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এসব জেলায় নয়, রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায় আজ ঠান্ডার প্রকোপ ছিল। গতকাল থেকে ঘন কুয়াশা পড়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে।
তীব্র শীতের কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। কাজের সন্ধানে তাদের বাইরে বেরোতে হচ্ছে।
ঘন কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহন চলাচলে বিপত্তি দেখা দিয়েছে। এছাড়া, ঠান্ডাজনিত নানা অসুখে হাসপাতালসহ চিকিৎসাকেন্দ্রগুলোতে রোগী বেড়েছে।
Advertisement
আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। সেখানে দেখা গেছে, শুক্রবারের মধ্যে শুধু দুই স্টেশন বাদ দিয়ে সবখানেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে। কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ এবং ওই জেলার কুতুবদিয়া স্টেশনে তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
Advertisement
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, শনিবার তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও কুয়াশা পুরোপুরি কাটতে আগামী আরও তিন দিন অপেক্ষা করতে হবে।
ঘন কুয়াশা পড়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে