আশ্বাসের পরও সচিবালয়ে ঢুকতে পারছেন না সাংবাদিকরা

SHARE

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফটকে অবস্থান করার পরও সচিবালয়ে ঢোকার অনুমতি পাননি সাংবাদিকরা

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা  প্রতিনিধি, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৫ ১৪৩১ :

সাংবাদিকরা সোমবার (৩০ ডিসেম্বর) থেকে অস্থায়ী পাসের মাধ্যমে সচিবালয়ে ঢুকতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফটকে অবস্থান করার পরও সচিবালয়ে ঢোকার অনুমতি পাননি তারা।

Advertisement

সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ২৬ ডিসেম্বর রাতে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন যে, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামও সাংবাদিকদের একই তথ্য জানান।

এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তালিকাও দেওয়া হয়। কিন্তু, সোমবার দুপুর পর্যন্ত সচিবালয়ে ঢুকতে পারেননি সাংবাদিকরা।

এ বিষয়ে সচিবালয়ের প্রধান ফটকে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন, “প্রাথমিকভাবে সচিবালয়ের ফটকে সাংবাদিকদের একটি তালিকা দেওয়া হলে পরে সেটি প্রত্যাহার করা হয়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কাজ এখনো চলছে। তাই, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে অনুমতি দেননি তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

Advertisement

সচিবালয়ের এক নম্বর ফটকে গিয়ে দেখা গেছে, রোববারের মতো সোমবারও উপদেষ্টা, সচিব এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছাড়া অন্য কোনো গাড়ি সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এক ও দুই নম্বর গেটের মধ্যবর্তী দর্শনার্থী কক্ষ এবং পাঁচ নম্বর গেট দিয়ে হেঁটে প্রবেশ করছেন।

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। এতে ভবনের চারটি ফ্লোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ চারটি ফ্লোরে পাঁচটি মন্ত্রণালয়ের অফিস ছিল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নিভতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) প্রবেশ পাস বাতিল করা হলো।

 

এরপর সাংবাদিকনেতাদের সঙ্গে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার থেকে পরবর্তী ১৫ দিন সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। এরপর আবেদনের ভিত্তিতে সাংবাদিকদের নতুন প্রবেশ পাস দেওয়া হবে।