বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ট্রেইনি চিকিৎসকদের অবরোধ অব্যাহত (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৫ ১৪৩১ :

বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়িয়ে জুলাই মাস থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দিয়েছে সরকার। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের বাসায় আয়োজিত এক আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাতেও মানছেন না চিকিৎসকরা, অব্যাহত রেখেছেন শাহবাগের অবরোধ কর্মসূচি।

Advertisement

জানা গেছে, অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আপাতত ৩০ হাজার টাকা ভাতার সিদ্ধান্ত মেনে নিয়েছিল ট্রেইনি চিকিৎসকদের প্রতিনিধি দল। কিন্তু আন্দোলনরত অন্যদের সঙ্গে আলোচনা শেষে সেই সিদ্ধান্ত পাল্টেছেন তাঁরা। আপাতত ৩০ হাজার টাকা ভাতার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তাঁরা দাবি জানিয়েছেন, জানুয়ারি মাস থেকেই ৩৫ হাজার টাকার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় চিকিৎসকরা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

Advertisement

এ বিষয়ে ডক্টরস ফর মুভমেন্ট জাস্টিসের নেতা ডা. হাবিবুর রহমান সোহাগ মেডিভয়েসকে জানান, ‘জানুয়ারি থেকে ৩০ হাজার ভাতা দেওয়া হবে। আর জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে, এ বিষয়টা আসলে খুবই লজ্জাজনক। আট হাজার ট্রেইনি চিকিৎসককে পাঁচ হাজার করে টাকা বাড়ালে ছয় মাসে মাত্র ২৪ কোটি টাকা লাগে। এই ২৪ কোটি টাকা স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা করতে পারছে না। এটা কী গ্রহণযোগ্য কথা? এই সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করেছি। জানুয়ারি থেকেই ৩৫ হাজার টাকা ভাতা দিতে হবে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘নবম গ্রেডে বেতন বৃদ্ধি পেলে আমাদের সেই হারে বেতন বাড়াতে হবে এবং যে ইনক্রিমেন্ট হয়, সেই ইনক্রিমেন্টও আমাদেরকে দিতে হবে। আমাদেরকে বোনাস (তিনটি) দিতে হবে। এই দাবিগুলো যুক্ত করে কর্মবিরতি অব্যাহত রাখছি। নবম গ্রেডের প্লে স্কেল অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়ার প্রজ্ঞাপন না জারি করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

ছবি: সংগৃহীত