সচিবালয়ে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, পরিকল্পিত: নুরুল হক (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর সচিবালয়  প্রতিনিধি, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১ :

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, পরিকল্পিত বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

Advertisement

নুরুল হক নুর বলেন, এলজিআরডি এবং ডাক ও টেলি যোগাযোগ উপদেষ্টার কক্ষে গত সরকারের দুর্নীতির অনেক আলামত সংরক্ষিত ছিল। এ ঘটনা থেকে সরকার শিক্ষা নিতে পারে।

তিনি বলেন, এখনই সময় সরকারি নথিপত্র ডিজিটালাইজ করার এবং মান্ধাতা আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসে আধুনিক সরঞ্জাম সংযুক্ত করার।

এসময় তিনি আগের মতো সময়ক্ষেপন না করে দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন জমা দেবার তাগিদ দেন।

Advertisement

এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে সচিবালয়ের আগুন পুরোটাই নেভানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটের দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রাত ১টা ৫৪ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করেন। উদ্ধারকাজে যোগ দেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এরপর প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

এদিকে, আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। আজ সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

নুরুল হক