ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর সচিবালয় প্রতিনিধি, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ || পৌষ ১১ ১৪৩১ :
রাজধানীর সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
Advertisement
তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
Advertisement
বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এসময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পরা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রাস্তায় রক্তের দাগ দেখা যায়।
নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন (২৪)