ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ || পৌষ ৯ ১৪৩১ :
২০২৪ সালের প্রায় শেষ মুহূর্ত এখন। বছরটির বিভিন্ন সময় ক্যারিয়ারসংক্রান্ত ব্যাপারে আলোচনায়-সমালোচনায় ছিলেন কিছু ঢাকাই শোবিজ তারকা। ক্যারিয়ারের বাইরে আবার তাদের ব্যক্তিজীবনও ছিল বেশ চর্চায়। যা বিভিন্ন সময় শিরোনামেও উঠে এসেছে। আর তারকাদের প্রেম-ভালোবাসা এবং বিয়ে-বিচ্ছেদ নিয়ে বরাবরই কৌতহূল দেখা যায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।
Advertisement
বছরের শুরুতে যেমন বিয়ের খবর এসেছে, আবার একইভাবে বিচ্ছেদের খবরও এসেছে। ক’দিন পরই শুরু হতে যাচ্ছে নতুন বছর ২০২৫ সাল। নতুন বছরে পদার্পণের আগে চলতি বছর শোবিজ তারকাদের বিয়ে-বিচ্ছেদ বিষয়গুলোয় দেখে নেয়া যাক একবার—
অভিনেতা ফারহান আহমেদ জোভান:
বছরের শুরুতেই বিয়ের খবর দেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। গত ১২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তিনি। ওই সময় জানা যায়, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। মিডিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিয়ের আগে দেড় বছর প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই হয়েছে।
অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা:
বিয়ের ঘোষণা দেয়ার পরের মাস, অর্থাৎ চলতি বছরের ২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী স্বাগতা। রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে হয়েছে তাদের। অভিনেত্রীর বর হাসান আজাদ পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি গানও করেন। দু’জন একসঙ্গে কয়েকটি গানও প্রকাশ করেছেন।
ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা:
গত ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের কথা জানান তরুণ প্রজন্মের আলোচিত ইউটিউবার ও ছোটপর্দার অভিনেতা তামিম মৃধা। তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। জুমার নামাজের পর রাজধানীর মিরপুরের ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে বিয়ে হয়েছে তাদের। রাইসা ইসলাম সম্পর্কে তামিম মৃধা তখন জানান, রাইসা ইসলামের সঙ্গে দেড় বছরের বেশি সময়েরও পরিচয় ছিল তার। পরে সম্পর্কটা ভালো লাগায় গড়ায়। তবে নিজেদের মধ্যে পরিচয় ও সম্পর্কের কথা গোপন রেখেছিলেন তারা।
সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন:
চলতি বছরের ১০ এপ্রিল তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অংকন ইয়াসমিন তার বিয়ের খবর জানান। পাত্রের নাম অভিজিৎ জিতু। তিনি পেশায় একজন সংগীত পরিচালক এবং গিটারিস্ট। ওই সময় এ গায়িকা বলেন, আমাদের রেজিস্ট্রি হয়েছে ২০২২ সালের ২৮ মে। সবকিছু পারিবারিকভাবেই হয়েছে। এ মাসের শুরুতে ছোট পরিসরে একটি গেট টুগেদার হয়েছে। আর বিয়ের বিষয়টি নিজেদের মধ্যে জানাজানি ছিল।
অভিনেত্রী সালহা খানম নাদিয়া:
চলতি বছরের ২১ জুন রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে বরের সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বরের নাম সালমান আরাফাত। তারা দু’জন আগে থেকেই পরিচিত ছিলেন। সালমান আরাফাতও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞানপচিত্রে নিয়মিত কাজ করেন।
পরিচালক ও অভিনেতা সহীদ উন নবী:
বিয়ের দুই বছর পর গত ৮ অক্টোবর এ খবর প্রকাশ করেন নির্মাতা ও অভিনেতা সহীদ উন নবী। তার স্ত্রীর নাম লামিয়া। তিনি শোবিজের কেউ নয়। একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স করছে। ওই সময় বিয়ের বিষয় গোপন রাখার ব্যাপারে সহীদ উন নবী বলেন, দুই বছর আগে আজকের দিনেই বিয়ে করেছি আমরা। কিন্তু আমার স্ত্রীর বাবা বিয়ে কোনোভাবেই মেনে নিতে চাননি।
Advertisement
এ জন্য দুই বছর আমরা অপেক্ষা করলাম। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এখনো আমাদের বিয়ে তিনি মেনে নেননি। এ জন্য আজ সব অপেক্ষার অবসান করে বিয়েবার্ষিকীর দিন থেকেই নতুনভাবে শুরু করলাম।
মডেল ও অভিনেত্রী সুজানা জাফর:
দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের ২৮ অক্টোবর বিয়ের খবর জানান মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। ওই সময় জানা যায়, তার স্বামীর নাম সৈয়দ হক। তখন সংবাদমাধ্যমকে এ অভিনেত্রী জানান, গত ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তারা। স্বামী সৈয়দ হকও দুবাইতে থাকেন। পেশায় দুবাইয়ের একজন ব্যবসায়ী। গত সাত বছর ধরে সৈয়দ হকের সঙ্গে পরিচয় তার। তবে কোনো ধরনের প্রেমের সম্পর্ক ছিল না তাদের। পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।
ইউটিউবার তৌহিদ আফ্রিদি:
গত ১২ নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ইউটিউবার তৌহিদ আফ্রিদির একগুচ্ছ বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। এর ক’দিন পর সংবাদমাধ্যমকে তৌহিদ আফ্রিদি জানান, তাদের কাবিন হয়েছে। পারিবারিক আয়োজনে হয়েছে সব। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। তার স্ত্রীর নাম রামিসা আল রিসা।
চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া:
গত ২৮ নভেম্বর বিয়ে করেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। তার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ওই দিন সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এ নায়িকা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
অভিনেত্রী তানজিকা আমিন:
গত ৬ ডিসেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী তানজিকা আমিন। রাজধানী ঢাকার বেইলি রোডে তাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিশেষ এই দিনে মায়ের বিয়ের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তার স্বামীর নাম সাইফ বাসুনিয়া। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তিনি। অভিনেত্রী তানজিকা তখন জানান, ২০১৮ সাল থেকে তাদের মধ্যে পরিচয়। তবে কখনো সাইফকে বিয়ে করবেন কখনো এমনটা ভাবেননি। পরবর্তীতে তাদের বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্ব যে প্রেম-বিয়েতে গড়াবে, তাও ভাবনায় ছিল না অভিনেত্রীর।
অভিনেত্রী শারমীন জোহা শশী:
গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন ‘হাজার বছর ধরে’ সিনেমার নায়িকা ‘টুনী’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শশী। বর খালিদ হোসাইন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। পেশায় একজন ডাবিং ডিরেক্টর। আবার অনেক সিরিজ, কার্টুন, অ্যানিমেশনে ভয়েস দিয়েছেন। বিয়ের খবর নিশ্চিত করে এ অভিনেত্রী তখন জানান, “রিপ্লাই ১৯৮৮” সিরিজের মাধ্যমে আমাদের বন্ধুত্বের শুরু। আর বর্তমানে তা আজীবনের বন্ধনে রূপ নিলো।
বছরের শুরুর দিকেই আলোচনায় ছিল বিচ্ছেদের খবর:
চিত্রনায়িকা মাহিয়া মাহি:
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভে এসে স্বামী রকিব সরকারে সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাহিয়া মাহি। তখন জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হবে তাদের। এরপর মার্চে এ নায়িকা জানান, গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারের সঙ্গে কাগজ-কলমে বিচ্ছেদ হয়েছে তার। এর আগে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন এ নায়িকা। এ সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে তাদের। দাম্পত্যজীবনের আড়াই বছর হতেই বিচ্ছেদ হয় তাদের।
চিত্রনায়ক আরিফিন শুভ:
গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্যজীবনের বিচ্ছেদ হয়েছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক আরিফিন শুভর। গত ৩১ জুলাই রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক বিবৃতিতে এ খবর জানান তিনি।
Advertisement
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আরিফিন শুভ। অর্পিতার বাড়ি ওপার বাংলা কলকাতায়। তিনি বিয়ের প্রায় আট বছর আগে থেকে ঢাকায় কর্মরত ছিলেন। তবে বর্তমানে কলকাতায় ফিরেছেন বলে জানা গেছে।
পরিচালক দীপংকর দীপন:
গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে সংযুক্তা মিশুর সঙ্গে বিয়েবিচ্ছেদের বিষয়টি জানান ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা খ্যাত বহুল পরিচিত নির্মাতা দীপংকর দীপন। তখন এ নির্মাতা জানান, পারষ্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বিয়ে-বিচ্ছেদ নিয়ে বছরজুড়ে আলোচনায় থাকা তারকারা