মামলা বাণিজ্যে জড়িত থাকায় আদাবর থানার এসআই শাহিনকে প্রত্যাহার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদাবর থানা প্রতিনিধি, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩১ :

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের হয়রানিসহ মামলা বাণিজ্যে জড়িত থাকায় আদাবর থানার উপ-পরিদর্শককে (এসআই) শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) রাতে তাকে প্রত্যাহার করা হয়।

Advertisement

সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কথা বলেন।

Advertisement

তিনি বলেন, আমার লোক যে সব ভালো তা বলব না। জুলাই অভ্যুত্থানের মামলা বাণিজ্যে পুলিশও জড়িত। আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। রোববার একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যিনি আমার লোক, এই কাজে লিপ্ত ছিল।

এদিকে বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, রোববার রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয়েছে।

Advertisement