ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ২২ ১৪৩১ :
ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ শহরে নতুন কেনা বাড়িতে উঠতেই পারেননি এক মুসলিম দম্পতি। হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত বাড়িটি বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা। এ ঘটনার মধ্যদিয়ে ভারতে মুসলিমদের ওপর চলমান বৈষম্য ও নিপীড়নের চিত্র উঠে এসেছে।
Advertisement
বিবিসির প্রতিবেদন মতে, সম্প্রতি মোরাদাবাদের টিডিআই সিটি আবাসিক এলাকায় বাড়িটি কিনেছিলেন ওই মুসলিম দম্পতি। ড. অশোক বাজাজ নামে এক চিকিৎসক টিডিআই সিটি আবাসিক এলাকার এক বাসিন্দা বাড়িটি বিক্রি করেছিলেন।
বাড়ি বিক্রির খবর সামনে আসার পর গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিক্ষোভ শুরু করেন ওই এলাকার হিন্দু বাসিন্দারা। তারা বলেছেন, অন্য ধর্মের কারও তাদের এলাকায় বসবাস করতে দেবেন না তারা।
বিক্ষোভের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তাতে মেঘা আরোরা নামের টিডিএস এলাকার এক বাসিন্দাকে বলতে শোনা যায়, তাদের সঙ্গে কোনো আলোচনা না করে বাড়ি বিক্রি করেছেন অশোক বাজাজ।
বাড়িটি স্থানীয় মন্দিরের সামনে। এমন জায়গায় মুসলিম পরিবারের বসবাস মেনে নেবেন না তারা। মেঘা অরোরা বলেন, ‘আমরা আমাদের স্থানীয় মন্দিরের সামনে একটি মুসলিম পরিবারকে সহ্য করতে পারব না। এটা আমাদের নারীদের নিরাপত্তার প্রশ্নও।’
Advertisement
ওই নারী আরও বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বাড়ির নতুন মালিকদের নামে নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছি। এখানে অন্য কোনো ধর্মবিশ্বাসের মানুষ আসুক এবং বসবাস করুক, আমরা সেটা হতে দেব না। আমরা তাদের (মুসলিম দম্পতি) এখানে ঢুকতে দেব না এবং যতক্ষণ তারা এখান থেকে চলে না যাবেন, বিক্ষোভ চলবে।’
টিডিআই সিটি এলাকার অনেক বাসিন্দা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে বাড়ি বিক্রির বিষয়ে অভিযোগ করতে যান। সেখানে কার্যালয়ের বাইরেও তারা অশোক বাজাজ ও মুসলিম দম্পতির বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভের মুখে শুক্রবার (৬ ডিসেম্বর) অশোক বাজাজ বিবিসিকে বলেন, শহরের একজন নির্বাচিত প্রতিনিধির মধ্যস্থতায় বাড়িটি নিয়ে তারা একটি সমঝোতায় পৌঁছেছেন। সে অনুযায়ী ওই মুসলিম দম্পতি এলাকার একটি হিন্দু পরিবারের কাছে বাড়িটি বিক্রি করে দেবেন।
মোরাদাবাদ শহরে অশোক বাজাজের একটি হাসপাতাল রয়েছে। টিডিআই সিটি এলাকায় তিনি ছয় বছরের বেশি সময় ধরে বসবাস করছেন। তিনি বলেন, যে মুসলিম দম্পতির কাছে তিনি বাড়িটি বিক্রি করেছেন, তারা দুজনই চিকিৎসক। দুই পরিবারের মধ্যে ৪০ বছর ধরে জানাশোনা রয়েছে। বাড়িটি কেনার পর তা আবার বিক্রি করার সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন ওই দম্পতি।
Advertisement
বিবিসির প্রতিবেদন মতে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা বহু বছর ধরে বৈষম্যের শিকার। বিজেপির শাসনামলে এ ধরনের ঘটনা আরও বেড়েছে। মোরাদাবাদের এই ঘটনাটি কেবল একটি বাড়ি বিক্রি নয়, বরং ভারতে বাড়তে থাকা ধর্মীয় অসহিষ্ণুতার জ্বলন্ত উদাহরণ বলে মনে করছে মানবাধিকার সংস্থাগুলো।