ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নাটোরের সিংড়া প্রতিনিধি,শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ২২ ১৪৩১ :
নাটোরের সিংড়ায় বিএনপির জনসভা মঞ্চে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টিকে বসানোর ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলামকে শোকজ করেছে বিএনপি।
Advertisement
আজ শনিবার জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়।
শোকজ নোটিশে বলা হয়েছে, গত শুক্রবার সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভা মঞ্চে ফ্যাসিস্ট সরকারের অবৈধ আইসিটি প্রতিমন্ত্রী পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমানের উপস্থিত হওয়া এবং আসন গ্রহণের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এনিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে বিবেচিত হয়। আপনাদের এহেন কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বশরীরে হাজির হয়ে বা লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
Advertisement
অপরদিকে সিংড়া উপজেলা বিএনপি স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ডা. ফারজানা রহমান দৃষ্টি বিএনপির কোনো আমন্ত্রিত অতিথি ছিলেন না। তিনি সবার অজান্তে মঞ্চে উঠে পিছনের একটি চেয়ারে বসে পড়েন। পড়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।
Advertisement
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
বিএনপির সমাবেশে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের শ্যালিকা। ছবি: সংগৃহীত